কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের বড়ঘাটে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তার ওপর পড়েছে। এতে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
রোববার (১১ এপ্রিল) খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১০ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে বড়ঘাট এলাকার একাধিক বাড়িঘর দুমড়েমুচড়ে গেছে। এসময় নির্মাণাধীন ১১টি খুঁটিও রাস্তার ওপর ভেঙে পড়ে।
বড়ঘাট এলাকার বাসিন্দা আমিনুল হক বলেন, ‘পল্লী বিদ্যুৎ বোর্ডের কাজের গাফলাতির কারণে শনিবার তাদের নির্মাণাধীন ১১টি খুঁটি রাস্তার ওপর ভেঙে পড়ে। দিনের বেলা এ ঝড় হলে না জানি রাস্তায় থাকা কত মানুষ মারা যেত’।
জগাইর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, রাস্তার একপাশে এক সারিতে অনেকগুলো বাড়িঘর রয়েছে। আরেকপাশে হাওরের ধানের জমি। যদি খুঁটিগুলো ভেঙে বাড়িগুলোর ওপর পড়তো তাহলে আজকে আমরা সবাই না ফেরার দেশে চলে যেতাম।
বড়ঘাট গ্রামের বাসিন্দা মিজান মিয়া বলেন, ঝড়ে নিমার্ণাধীন খুঁটিগুলো ভেঙে পড়েছে। এ খুঁটিগুলোর নির্মাণের কাজে গাফলতি রয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে।
সুনামগঞ্জের পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন ভূইয়া বলেন, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে ৩৩ কেভি নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। শনিবার (১০ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে ওই সড়কে যাতায়াত বন্ধ রয়েছে। আজকের মধ্যেই রাস্তা থেকে সব খুঁটি তুলে নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এমএস