ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ড স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য বসে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। প্রায় ২ ঘণ্টা ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেডিক্যাল বোর্ড আজ কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে। যত দ্রুত সম্ভব আমরা আদালতে চিকিৎসা প্রতিবেদন দাখিল করব।’
এরআগে আদালতের নির্দেশে গত মঙ্গলবার মেডিক্যাল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢামেকের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে বোর্ডের প্রধান করা হয়। বোর্ডের অন্য দুই চিকিৎসক হলেন অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খান ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরদার।
বাংলা৭১নিউজ/এবি