বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: ভারতীয় এক নাগরিক অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ মাস সাজা ভোগ শেষে হিলি চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে গেছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সকল চেকপোষ্ট জিরো পয়েন্টে বিজিবি, বিএসএফ ও দু’দেশের পুলিশের উপস্থিতিতে সকল প্রক্রিয়া শেষে নাজির রহমানকে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি আফতাব হোসেন জানান, ফেরত যাওয় নাগরিক নাজির রহমান সে ভারতের আসাম প্রদেশের ভাংগাইগাঁও জেলার মানিকপুর থানার ধুবড়ী শিমলাবাড়ী গ্রামের মরহুম দানেশ আলীর ছেলে।
বাংলা৭১নিউজ/জেএস