বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: দু্ই বছর কারাভোগের পর ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই কিশোরকে শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্থান্তর করেছে ভারতীয় পুলিশ।ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা কিশোরেরা হলো, সাতক্ষীরা জেলার উপজেলার মনিখালী গ্রামের কিরণ মন্ডলের ছেলে সুজয় মন্ডল(১৫) ও চানখালী গ্রামের বিমলের ছেলে মিলন(১৬)।
বেনাপোল চেকপোস্ট পুরলশ ইমিগ্রেশনের ওসি আবুল বাশার জানান, অভাব অনটনের কারনে গত আড়াই বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে বেনাপোল সীমান্ত পথে এরা ভারতে যায়। কোলকাতা পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শহর থেকে তাদের আটক করে।
সাজার মেয়াদ শেষে সেখান থেকে ধ্রব আশ্রম নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে এদের দেশে ফেরত আনা হয়।
বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোর অফিসের আইনজীবি নাসিমা আক্তার
কিশোরদের বলেন, পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহয়তা দেয়া হবে।
পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য বেনাপোল পোর্ট থানা থেকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি তাদের গ্রহন করছে।
বাংলা৭১নিউজ/এসই