বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়াল হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০ অর্থছাড়ের শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের দল সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে : বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: নাহিদ গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, হতে পারে ঘূর্ণিঝড় দ্বিতীয় ওয়ানডের আগে পাকিস্তান-নিউজিল্যান্ড দু’দলেই দুঃসংবাদ রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় ঈদের আনন্দ নেই আবু সাঈদের পরিবারে যে কারণে উন্নত চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে চীনের হাসপাতাল ট্রাম্পের ‘লিবারেশান ডে’-র আশঙ্কায় নিম্নমুখী শেয়ার বাজার টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থাকে হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত শতাধিক দুই অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা ফেসবুকে ভুয়া আইডির বিরুদ্ধে ভোক্তা অধিকারের পরিচালকের জিডি জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র মহাখালীতে আজও ঘরমুখো যাত্রীর ভিড়, ঢাকা ফিরছে খালি বাস ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

কারাবন্দিদের সকাল শুরু মুড়ি-পায়েস দিয়ে, দুপুরে মাংস, রাতে মাছ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হয়েছে তিনটি ঈদ জামাত। সকাল ৭টা ও ১০টায় কারাগারের স্টাফদের জন্য পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সকাল ৮টায় কারাবন্দিদের জন্য মাঠে আয়োজন করা হয় ঈদের জামাত। ঈদে বন্দিদের জন্য বরাবরের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, কারাবন্দিদের ঈদের দিন সকাল শুরু হয়েছে মুড়ি ও পায়েস খেয়ে। সকালে তাদের জন্য পরিবেশন করা হয় মুড়ি, পায়েস ও সেমাই। দুপুরের খাবারে তাদের জন্য আয়োজন করা হয়েছে গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। যারা গরুর মাংস খান না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রয়েছে। রাতের খাবারে বন্দিদের জন্য পরিবেশন করা হবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

অন্যদিকে ঈদকে কেন্দ্র করে কারাগারে বন্দিদের জন্য আরও বিশেষ আয়োজন রয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন বন্দিরা স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে মোবাইল ফোনে স্বজনদের কথা বলার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। পাশাপাশি ওই দিন স্বজনরা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন, তবে তা কারা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে প্রবেশ করাতে হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন বন্দিদের জন্য সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে তারা অন্তত একদিনের জন্য হলেও ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com