বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালের ভেতরেই ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। এক দশক আগে এক-এগারোর সময় রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেফতার হয়ে সংসদ ভবন এলাকার সাব-জেলে রোজার ঈদ ও কোরবানির ঈদ কাটিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রতি বছরই ঈদুল ফিতরে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। কারান্তরীণ থাকায় এবার একাকিত্ব নিয়েই থাকতে হবে শারীরিকভাবে অসুস্থ এই শীর্ষ রাজনীতিককে।
কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন খালেদা জিয়ার খাবারের তালিকায় থাকছে বিশেষ আয়োজন। এসব খাবার কারাগার থেকেই সরবরাহ করা হবে, যা বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হবে। কারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই রান্না করা হবে খালেদা জিয়ার খাবার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন অনুমতি সাপেক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। পরিবারের সদস্যরা তার জন্য খাবার আনলে সেটিও গ্রহণযোগ্য হবে, তবে খাবারগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে কারা কর্তৃপক্ষ।
এদিকে, ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার জন্য আবেদন করেছেন বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
এ প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে তারা জেলগেটে যাবেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস