বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : পূর্বশত্রুতার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বাস ট্রাকের কারখানায় পরিকল্পিতভাবে আগুণ লাগিয়ে দিয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কারখানার মালিক থানায় একটি অভিযোগ দাখিল করেছে। পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ‘শাহজাদপুর পৌরসদরের পারকোলা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিমের দোকানপাট ভাড়া নিয়ে পাবনা জেলাসদরের রাজাপুর মহল্লার আফসার উদ্দিনের ছেলে বডিমিস্ত্রি সবুজ (৪৫) বাস ট্রাকের বডি তৈরির কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই কারখানা সংলগ্ন স্থানে একই মালিকের দোকান ভাড়া নিয়ে অপর একটি রিক্সা ভ্যান ঝালাই কারখানা পরিচালনা করে আসছিলেন উপজেলার টেটিয়ারকান্দার মৃত মোহাম্মদ আলী মুন্সীর ছেলে সিদ্দিক মুন্সী (৬৫)।
সম্প্রতি দোকানপাট মালিক আব্দুল হালিম সিদ্দিক মুন্সী’র ঝালাই কারখানা অন্যত্র সরিয়ে নিতে বলে। এ ঘটনার জের ধরে সিদ্দিক মুন্সী বাস ট্রাক কারখানার স্বত্বাধিকারী সবুজকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেভিয়ে আসছিলো। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাত ৩ টার দিকে সিদ্দিক মুন্সী ও তার ছেলে সবুজ মুন্সী (২৫) পরিকল্পিতভাবে পতিপক্ষ বডিমিস্ত্রি সবুজের বাস ট্রাক কারখানায় অগ্নিসংযোগ করে। স্বল্প সময়েই আগুণের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকাবাসী স্থানীয় দমকল বাহিনীর সদস্যদের খবর দিলে প্রায় আধ ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা আগুণ নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকান্ডের ঘটনায় বডিমিস্ত্রি সবুজের কারখানায় থাকা পরিবহনের বডি তৈরির বিভিন্ন মূল্যবান মালামাল ও সরঞ্জামাদি ভষ্মীভূত হয়। এতে বডিমিস্ত্রি সবুজের প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করে সিদ্দিক মুন্সী ও তার ছেলে সবুজকে বিবাদী করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি খতিয়ে দেখছে শাহজাদপুর থানা পুলিশ।
বাংলা৭১নিউজ/জেএস