বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে মাদকবিরোধী কর্মসূচি বিষয়ক এক আলোচনা সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মাদকবিরোধী কর্মসূচি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাই, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ সংবাদদাতা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর প্রতিকার ও প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/জেএস