রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে পুলিশ কামরাঙ্গীরচরের বড়গ্রামের বাসা থেকে রোজিনা (২৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক তদন্ত ইকরামুল জামান বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে খবর পেয়ে বড়গ্রামের একটি ভাড়া বাসায় গিয়ে পুলিশ এক নারীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
“তার গলা কাটা এবং মুখে আঘাতের চিহ্ন ছিল।”
ওই নারীর বাবা ফোন করে পুলিশকে খবর দিয়েছিলেনজানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ওই নারীর ব্যবসায়ী স্বামী সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে গিয়েছিল বলে জানতে পেরেছি। পরে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
বাংলা৭১নিউজ/এসএম