বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর পাঁচ বছরের শিশু সুমাইয়াকে আজ সকালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সুমাইয়ার বাড়ির পাশের ভাড়াটিয়া সিরাজ মিয়া(৫৫) ও তার মেয়ে সাবিনা আক্তার বৃষ্টিকে গ্রেফতার করেছ।
পুলিশ বলছে, সুমাইয়াকে ফুসলিয়ে তাদের বাসার সামনে থেকে নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ জানান, গত ২ এপ্রিল কামরাঙ্গীর চরের বড়গ্রামের জাকির হোসেন ও মুনিয়া বেগমের একমাত্র সন্তান সুমাইয়া বাসার সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। ঐ ঘটনায় কামরাঙ্গীর চর থানায় সুমাইয়ার বাবা একটি জিডি করেন। এবং পরে অপহরণের মামলা করেন।
পরে আজ সকালে কদমতলী এলাকার একটা ভাড়া বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। সুমাইয়ার বাবা-মা একমাত্র সন্তানকে ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশকে।
বাংলা৭১নিউজ/সিএইস