ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকালে মহাসড়কের উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহত ব্যক্তিদের এখনো নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকায় দ্রুতগামী লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও হেলপার মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এবি