ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার ভাতারমারি ইক্ষু ফার্মের রেল ক্রসিং পারাপারের সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ঘিডোব গ্রামে বলে জানা গেছে।
পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমিনুল ইমলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ও শিবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি খনগাঁও ইউনিয়নের ভাতারমারি ইক্ষু ফার্মের অরক্ষিত রেল ক্রসিংয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। ওই যুবক কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাইসাইকেলে নিয়ে রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘনার শিকার হন। ওই রেল ক্রসিংয়ে নির্ধারিত কোনো গেট ম্যান ছিল না।
বাংলা৭১নিউজ/এসএইচ