এবার কানাডা থেকে আমদানি করা দুগ্ধজাত পণ্যের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কানাডা আগে থেকেই আমেরিকা থেকে আমদানি করা দুগ্ধজাত পণ্যের ওপর চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে, যা প্রায় ২৫০ শতাংশের কাছাকাছি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা ওই শুল্ক না কমালে আমেরিকাও সমহারে শুল্ক আরোপ করবে।
স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিস থেকে ট্রাম্প জানান, এই শুল্ক এখনই ধার্য করা হতে পারে। আবার সোমবার বা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষাও করা হতে পারে। ট্রাম্পের অভিযোগ, দুগ্ধজাত পণ্যের পাশাপাশি কাঠ আমদানির সময়েও চড়া হারে শুল্ক নেয় কানাডা। সেক্ষেত্রে কাঠের ওপরও কানাডার সঙ্গে সমহারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় মসনদে ফিরতেই তার শুল্কনীতি ঘিরে আলোচনা শুরু হয়েছে। কানাডা, মেক্সিকো এবং চীনের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর এখনই শুল্ক আরোপ করছে না আমেরিকা।
দুই দেশের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আগামী ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা যেতে না যেতেই নতুন করে কানাডাকে শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “কাঠ এবং দুগ্ধজাত পণ্যের ওপর শুল্কে বছরের পর বছর ধরে কানাডা আমাদের নিংড়ে নিচ্ছে। এবার দেশটি শুল্ক না কমালে তাদের ওপরও একই পরিমাণ শুল্ক চাপানো হবে।”
সূত্র: সিএনএন, এনবিসি নিউজ
বাংলা৭১নিউজ/এসএইচ