কানাডার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক আহসান রাজীব বুলবুলকে কানাডার ফেডারেল সরকার ও আলবার্টা সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবার স্বীকৃতি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
কানাডার ফেডারেল সরকারের মিনিস্ট্রি অব ফাইন্যান্সের শ্যাডো মিনিস্টার এমপি জসরাজ সিং হালান ও আলবার্টা প্রদেশের এমএলএ পারমিত সিং বোপারাই স্বাক্ষরিত সম্মাননাপত্রে সামাজিক কর্মকাণ্ড, শিশুদের চারুকলা ও সাংস্কৃতিক সমৃদ্ধি বিকাশে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় জেরিন’স আর্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলবার্টা সরকারের এমএলএ পারমিত সিং বোপারাই এবং এমএলএ কোট এলিংসন এ সম্মাননা তুলে দেন।
সাংবাদিক আহসান রাজীব বুলবুল কানাডার ইমপিরিয়াল ব্যাংক অব কমার্স থেকেও চলতি বছর ‘কমিউনিটি ভলেন্টিয়ার্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি দীর্ঘদিন ধরে কানাডার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবায় জড়িত।
সাংবাদিক আহসান রাজীব বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করে ২০০৬ সালে স্থায়ীভাবে কানাডায় বসবাস শুরু করেন। এরপর তিনি কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে বিভিন্ন কমিউনিটির স্বেচ্ছাসেবামূলক কাজে জড়িত হয়ে পড়েন।
তিনি বলেন, যেকোনো স্বীকৃতি অত্যন্ত আনন্দের এবং কাজের গতি বাড়িয়ে তোলে। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, বাঙালি সত্ত্বা, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করেই কাজ করে চলেছি।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।
বাংলা৭১নিউজ/এসএইচ