বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : অসময়ে শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ফের যমুনা নদীর ভাঙ্গণের তান্ডবলীলা চলছে। গত দুই সপ্তাহের ব্যবধানে কাজীপুরের শুভগাছা, গান্ধাইল ও কাজিপুর সদর ইউনিয়নের অন্তত অর্ধ-শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাটাগ্রাম ও বাঐখোলা গ্রামের কাছে সাবেক উপজেলা পরিষদের জায়গা অন্তত ৫০ মিটার এলাকা নদীগর্ভে ধসে পড়েছে।
ইতোমধ্যে পাটাগ্রাম ও বাঐখোলা গ্রাম প্রায় ১০ বিঘা আবাদী জমি নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। গান্ধাইল ইউপি সদস্য রকি জানান, শীত মৌসুমে যমুনা নদীর এমন ভাঙনে এলাকাবাসী আতঙ্কগ্রস্ত। এই অঞ্চলের পূর্বদিকে যমুনার মাঝখানে বিশাল চর জেগে ওঠায় ভাঙন বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, “যমুনা নদীর ভাঙন রক্ষায় সিরাজগঞ্জ থেকে কাজীপুর পর্যন্ত ১৬টি প্যাকেজ প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে সাতটি প্যাকেজের কাজ শেষ পর্যায়ে। অর্থ বরাদ্দ হলে বাকি ৯টি প্যাকেজের কাজ শুরু হবে। অর্থ বরাদ্দ না থাকায় এ পয়েন্টের কাজ তাৎক্ষণিকভাবে শুরু করা সম্ভব হচ্ছে না।
” এদিকে ভয়াবহ যমুনার ভাঙ্গণে নদী তীরবর্তী আমজনতার প্রতিটি মুহুর্তে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় কাটছে। ভাঙ্গণ রোধে অবিলম্বে স্থায়ী কার্যকর ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বাংলা৭১নিউজ/জেএস