বিএনপির মহাসমাবেশে কাকরাইলে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল মসজিদ পর্যন্ত অবস্থান নিলে হোটেল কন্টিনেন্টাল থেকে আওয়ামী লীগের একটি মিছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে পুরো কাকরাইল, মৎসভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মুহূর্মুহূ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে সাংবাদিকসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিন্টুরোড থেকে আওয়ামী লীগের আরও মিছিল কাকরাইলের দিকে আসতে দেখা গেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলা৭১নিউজ/এবি