বাংলা৭১নিউজ, মাদারীপুর : ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ১০টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ভোর ৩টা থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আ. সালাম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় ভোর ৩টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বাংলা৭১নিউজ/এন