বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর কাওরান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে সেখানে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর বাতাসের কারণে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলা৭১নিউজ/এম