বাংলা৭১নিউজ, মো. কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-২, ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম মিনহাজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পৌর সভার সম্মেলন কক্ষে বুধবার দুপুর সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ মার্চ রাত ৯ টার সময় নামোরাজারামপুর হাজিপাড়ার ডা. আব্দুল রহমানের বাড়ির রাস্তায় বহিরাগত নেশাগ্রস্থ কিছু মাতাল রাস্তা ঘিরে চলাচল করলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নিশেদ করায় তাঁর সাথে বাকবিতন্ডা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেয়।
২৬ মার্চ রাত সোয়া ৮ টার দিকে হাজিপাড়ায় অবস্থিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে তারা দলবলসহ কান্তা, হকিস্টিক, হাঁসুয়া লোহার রড নিয়ে হামলা চালায়। কার্যালয়ের টেলিভিশন আসবাবপত্র ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। ড্রয়ারে রাখা অফিস সহকারীর কাগজপত্রসহ নগদ ৪৫ হাজার ৬০০ টাকা, স্যামসং জে-৭ মোবাইল সেট নিয়ে যায়। অফিসের সামনে থাকা পৌর সভার সিকিউরিটি গার্ড মো. রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান গুরুতর আহত হন। এ ঘটনায় সদর থানায় তাৎক্ষনিক মামলা দায়ের করা হয়েছে।
উক্ত ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শাস্তি দাবি করে সুষ্ঠ বিচার কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান মটন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মইনুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর কবির, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউর রহমান আরমান জিয়াসহ অন্যরা। সংবাদ সম্মেলনে দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠ বিচারের দাবি জানানো হয়।
বাংলা৭১নিউজ/জেএস