বাংলা৭১নিউজ, ঢাকা: প্রথমবারের মতো দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাচ্ছে বিএনপি এ কথা বলে কান্নায় ভেঙে পড়লেন দলের মহাসচিব মির্জা ফখরুল। আজ বিকালে দলের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণার সময় এ পরিস্থিতির অবতারণা হয়। এ সময় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনস্থলে থাকা দলটির অন্য নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নার জন্য প্রায় ২মিনিট তিনি কোনো কথা বলতে পারেননি। এরপর আবার সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির এই নেতা।
আজ সোমবার বিকেল থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে প্রত্যায়নের চিঠি হস্তান্তর শুরু করেছে বিএনপি। প্রথম চিঠিটি নিয়ে কার্যালয়ের সামনে আসেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস