শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাঁঠালবাড়ী ঘাটে বাড়ছে ঘরমুখো মানুষের ভীড়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, আবুল হাসান সোহেল, মাদারীপুর প্রতিনিধি: পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম নৌরুট হচ্ছে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট। সারা বছরের ব্যস্ততম এই নৌরুটে ঈদ মৌসুমে ব্যস্ততা বেড়ে যায় আরো কয়েকগুণ। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে করে প্রমত্ত পদ্মা পারি দিতে হয় যাত্রীদের। শনিবার সকাল থেকেই ঘরে ফেরার ব্যস্ততা দেখা গেছে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে শনিবার সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে কাঁঠালবাড়ী ঘাট। লঞ্চ-স্পিডবোটে করে যাত্রীরা শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটে এসে নামছে। সকাল থেকেই পদ্মা শান্ত থাকায় লঞ্চে যাত্রীদের ভীড় বেশি। নৌরুটে ৮৬টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট যাত্রী পারাপার করছে।

ঢাকা থেকে বাড়ি ফেরী যাত্রী আমির হোসেন নয়ন বলেন, পরিবারের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে বাড়ি যাচ্ছি।  লঞ্চঘাটে প্রচ- ভীড়। লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়েই শিমুলিয়া ঘাট ছেড়ে যাচ্ছে। তবে পদ্মা শান্ত থাকায় তেমন সমস্যা হচ্ছে না।

এদিকে গত ২ সপ্তাহ ধরে তীব্র নাব্যতা সংকটের কবলে রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটটি। নৌরুটের লৌহজং চ্যানেলমুখে নাব্যতা সংকট থাকায় গত সপ্তাহ থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রো-রোসহ বন্ধ রয়েছে ১০টি ফেরি। কে-টাইপ ও মিডিয়ামসহ ছোট ৯টি ফেরি সকাল থেকে চলাচল করছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পরিবহন ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ঘরে ফেরার এই যাত্রায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের চাপ তুলনামূলকভাবে বেশি পড়েছে লঞ্চ ও স্পিডবোটে। শিমুলিয়া ঘাট থেকে ব্যক্তিগত গাড়ির যাত্রীরা গাড়ি রেখে স্পিডবোট বা লঞ্চে পার হয়ে আসছেন কাঁঠালবাড়ী ঘাটে। যাত্রীশূন্য গাড়িগুলো পরে ফেরিতে পার করে আনছেন চালকেরা।

রাশেদুজ্জামান খান নামের এক যাত্রী বলেন, ফেরি ঘাটে গাড়ির দীর্ঘ লাইন। ফেরিতে করে পার হতে অনেকক্ষণ ঘাটে অপেক্ষা করতে হবে। তাই স্পিডবোটে করে পার হয়ে এলাম। ড্রাইভার পরে গাড়ি নিয়ে আসবে।

বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, নাব্যতা সংকট নিরসন করতে চ্যানেলমুখে খননকাজ অব্যাহত রয়েছে। বিকেল পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, এখনো ছোট ৯টি ফেরি চলাচল করছে। গতকাল পরীক্ষামূলকভাবে কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি রো-রো ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। তবে শিমুলিয়া থেকে ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটে আসতে পারেনি। আশা করা যায় আগামীকাল পর্যন্ত সকল ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো: আক্তার হোসেন বলেন, সকাল থেকেই ঘাটে যাত্রীদের ভীড় রয়েছে। কাঁঠালবাড়ী ঘাটে ঢাকাগামী তেমন যাত্রী নেই। তবে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ বোঝাই করে যাত্রীরা আসছেন। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় লঞ্চে যাত্রীদের চাপ বেশি। লঞ্চঘাটে যাতে করে যাত্রীদের ভোগান্তি না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com