বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে দিনাজপুর জেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। কাঁচা-পাকা ধানে বৃষ্টি হওয়ায় বৈরী আবহাওয়া ও মাথায় বৃষ্টি নিয়ে চাষিরা বোরো ধান কাটা-মাড়া শুরু করেছেন।
দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী, পাবর্তীপুর এলাকার ধান উৎপাদনের সাথে জড়িত থাকা কৃষকেরা কোমর বেধে নতুন ধান ঘরে তুলতে কাজ করে যাচ্ছে। এরমধ্যে বৈরী আবহাওয়া আর থেমে থেমে হালকা বৃষ্টি কোথাও কোথাও কালবৈশাখী ঝড় দেখা দিয়েছে।
কৃষকেরা জানায়- গত বছরের তুলনায় জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। রোগ-বালাইও কম। আর কটা দিন আবহাওয়া অনুকূলে থাকলে তারা বোরো ধান সুষ্ঠভাবে ঘরে তুলতে পারবে। শুরুতেই কৃষি শ্রমিকের সংকটও দেখা দিয়েছে।
পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে কৃষি শ্রমিকেরা দল বেধে কাজের সন্ধানে জেলা-উপজেলায় কর্ম ব্যস্ততা নিয়ে ঘুরতে দেখা গেছে। বাজারগুলোতে নতুন ধান উঠেছে। উপজেলার কৃষি কর্মকর্তা শামিমা সাজনীন জানান- ইউনিয়ন পর্যায়ে ব্লক বিভাজন করে উপ-সরকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের সার্বিক পরামর্শের জন্য নিয়োজিত করা হয়েছে।
তিনি আরও জানান- গত আমন মৌসুমে কৃষকের কিছু ক্ষতি হওয়ায় বোরো আবাদের ঘাটতি পুষিয়ে নিবে। এদিকে অল্প বৃষ্টিতে নদী সংলগ্ন কিছু জমিতে পানি দেখা দেওয়ায় কৃষকেরা পাকা ধান কর্তন নিয়ে বিপাকে পড়েছে। কর্তন শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস