বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফরিদ মিয়া (৪৭) নামে এক কবিরাজকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সকালে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিল না।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, আজ সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘরের বারান্দা থেকে ফরিদ মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস