ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড।
কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য এম এ আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম প্রমুখ।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ ব্যাংকের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এসএইচ