বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এক ছাত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে অপর এক ছাত্র কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকৃত ব্যক্তি হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উজেলার দ্বারিয়াপুর নতুন পাড়ার আলম আলীর ছেলে ও পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র মো. নুরুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই আবু আবদুল্লাহ জাহিদ জানান, আটক নুরুজ্জামান ভারতীয় একজন কণ্ঠ শিল্পীর ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সম্পর্ক গভীর হলে ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান প্রদান হয়। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রীর নগ্ন ছবি নেয় নুরুজ্জামান। ছবিগুলো সে ম্যাসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেয়। এনিয়ে ভূক্তভোগী ও কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে এসআই আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সকালে নিজ বাড়ী হতে নুরজ্জামান কে আটক করে। শুক্রবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলা৭১নিউজ/জেএস