বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ইঞ্জিনচালিত নছিমনে পাচারের সময় ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সীমান্তর্তী কাদপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার হলেও পুলিশ কাউকে ধরতে পারেনি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, ‘থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৯৪ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলবাহী নছিমন উদ্ধার করা হয়েছে।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নছিমন ফেলে পালিয়ে যায় চালক ও ফেনসিডিলের মালিক। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস