বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্সে আহত হয়েছে ৯ জন।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টায় এ সংঘর্সের ঘটনায় গুরুতর আহত হেলাল মৃধা (২৮), ইলিয়াস মোল্লা (২২), বেলাল মৃধা (২৭), জলিল মোল্লা (৫০) ও সোহরাব হোসেনকে (৪০) স্থানীয়রা উদ্বার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় এবং আহতদের সূত্রে জানা যায়, রবিবার ট্রলার নোঙর করা নিয়ে উপজেলার ধুলাসর ইউনিয়নের গঙ্গামতি এলাকার আবু সালেহ ফকির, আবু তালেব ফকির, আল-আমিন ফকির, কালাম ফকিরে সাথে একই এলাকার সহোদর হেলাল ও বেলাল মৃধার বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে সোমবার বেলা দেড়টায় আবু সালেহ ফকিরসহ ৮/১০ জন হেলাল ও বেলালের উপড় হামলা চালায়। এসময় তাদের রক্ষা করতে গিয়ে আহত হয় ইলিয়াস মোল্লা, জলিল মোল্লা, সোহরাব হোসেন। এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস