বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলমাকান্দার সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র টিউব মিয়া (১০) সোমবার সকালে মারা গেছে। গত রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোরিক্সার ধাক্কায় সে গুরুতর আহত হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার বাদে পোগলা গ্রামের মোঃ ফসর আলীর ছেলে বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র টিউব মিয়া গত রবিবার দুপুরে স্কুল থেকে মনকান্দিয়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পথে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। রাতে তার অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে য়ায়। কিন্তু সোমবার সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন আবার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। অটোরিক্সার চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস