বাংলা৭১নিউজ,ডেস্ক: কলকাতা বইমেলা শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যা ৬টায় এ মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছরের মতো এবারও কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্কের ময়দানে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন চলবে মেলা।
বইমেলার আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলায় সুরক্ষার বিষয়ে বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে।
গত বছরের মতো এ বছরও হাওড়া, শিয়ালদহ, করুণাময়ী থেকে চলবে অতিরিক্ত বাস। পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও রাখা হচ্ছে অতিরিক্ত বাস।
১৯৭৬ সালে প্রবর্তিত এ মেলা ১৯৮৪ সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। বর্তমানে জানুয়ারি মাসের শেষ বুধবার ১২ দিনব্যাপী এ বইমেলার উদ্বোধন হয়।
বাংলা৭১নিউজ/সি এইস