শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ও রশীদ খান।

ব্যাট হাতে ২৪ বল খেলে ২৮ রান করেন সাকিব আল হাসান। বল হাতে তিন ওভার বল করে ১৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। রশীদ খান ব্যাট হাতে ১০ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। আর বল হাতে চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। আগামী ২৭ মে ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের দেয়া ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে ৩১ বল খেলে ৪৮ রান করেন ক্রিস লিন। ১৩ বল খেলে ২৬ রান করেন সুনিল নারিন। ১৬ বল খেলে ২২ রান করেন নিতিশ রানা। ২০ বল খেলে ৩০ রান করেন শুবম্যান গিল।

সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান তিন ওভার বল করে ১৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনটি উইকেট শিখার করেন রশীদ খান। দুই ওভার বল করে ১৬ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন কার্লোস ব্র্যাথওয়েট। চার ওভার বল করে ৩২ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন সিদ্ধার্থ কাউল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে ২৪ বল খেলে ২৮ রান করেন সাকিব আল হাসান। ৩৫ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৪ রান করেন শিখর ধাওয়ান।

শেষ দিকে দশ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন রশীদ খান। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে শিভম মাভি ১টি, সুনিল নারিন ১টি, পীযুষ চাওলা ১টি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৩ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংস: ১৭৪/৭ (২০ ওভার)

(ঋদ্ধিমান সাহা ৩৫, শিখর ধাওয়ান ৩৪, কেন উইলিয়ামসন ৩, সাকিব আল হাসান ২৮, দীপক হুদা ১৯, ইউসুফ পাঠান ৩, কার্লোস ব্র্যাথওয়েট ৮, রশীদ খান ৩৪*, ভুবনেশ্বর কুমার ৫*; শিভম মাভি ১/৩৩, প্রসিধ কৃষ্ণা ০/৫৬, আন্দ্রে রাসেল ০/৯, সুনিল নারিন ১/২৪, পীযুশ চাওলা ১/২২, কুলদীপ যাদব ২/২৯)।

কলকাতা নাইট রাইডার্স ইনিংস: ১৬১/৯ (২০ ওভার)

(ক্রিস লিন ৪৮, সুনিল নারনি ২৬, নিতিশ রানা ২২, রবিন উথাপ্পা ২, দিনেশ কার্তিক ৮, শুবম্যান গিল ৩০, আন্দ্রে রাসেল ৩, পীযুশ চাওলা ১২, শিভম মাভি ৬, কুলদীপ যাদব ০*, প্রসিধ কৃষ্ণা ০*; ভুবনেশ্বর কুমার ০/৩৮, খলিল আহমেদ ০/৩৮, সিদ্ধার্থ কাউল ২/৩২, রশীদ খান ৩/১৯, কার্লোস ব্র্যাথওয়েট ২/১৬, সাকিব আল হাসান ১/১৬)।

বাংলা৭১নিউজ/জেকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com