বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা. শফিকুর রহমান জামালপুরে মিটিংয়ে এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার আহতদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার থাইল্যান্ডে শিক্ষা সফরের বাস উল্টে ১৮ জনের মৃত্যু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন অগ্রাধিকার দিতে হবে: বাণিজ্য সচিব সাংবাদিক মোস্তফা কাজল মারা গেছেন যুদ্ধের জন্য শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিম জং উনের সাড়ে ২৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ‘তাঁতিদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে’ সীমান্ত দিয়ে ১৫ জনকে ফেরত পাঠাল বিএসএফ এখনো দুই মামলায় খালেদা জিয়া আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার আনিসুল হক ৬, মামুন ৩ দিনের রিমান্ডে নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা : তারেক রহমান কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া মানিকগঞ্জে বাড়ছে গাজর চাষ, মৌসুমে ৫০ কোটি টাকার বিক্রির সম্ভাবনা নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বিকেলে আগে জাতীয় নির্বাচন চান সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা

কলকাতা-উড়িষ্যায় ভূমিকম্প, কাঁপলো ঢাকাও

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই ভূমিকম্প হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশে কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর ও ভূপৃষ্ঠের ৯১ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল উড়িষ্যার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এসব তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি বলছে, মঙ্গলবার সকালে ভারত থেকে ২১৬ কিমি (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে শক্তিশালী ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি (৬ মাইল) ও তা এই এলাকায় ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের অগভীর গভীরতার কারণে এটি উপকেন্দ্রের কাছাকাছি অনুরূপ মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে বেশি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

ভলকানো ডিসকভারি বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের বড় শহর হচ্ছে পারাদ্বীপ। ৮৬ হাজার বাসিন্দার ভারতীয় এই শহরটি ভূমিকেন্দ্রের উত্তর-পশ্চিমে ২৩০ কিমি (১৪৩ মাইল) দূরত্বে অবস্থিত। সেখানকার লোকেরা সম্ভবত দুর্বল কম্পন অনুভব করেছে।

এছাড়া ভূমিকম্পের কেন্দ্র থেকে ৫২৬ কিমি (৩২৭ মাইল) দূরে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভূমিকম্পটি সম্ভবত খুব দুর্বল কম্পনের মতো অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভলকানো ডিসকভারি।

একই দিন ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩ দশমিক ৭ মাত্রা ভূমিকম্প হয়েছে বলেও জানা গেছে। সোমবার রাতে, মণিপুরের উরখুল এলাকায় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

সূত্র: এনডিটিভি, লাইভ মিন্ট

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com