বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধিঃ বেনাপোলের সীমান্তবর্তী এলাকার কর্মহীন, দরিদ্র, অসহায় বন্দর শ্রমিকদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ৪৯ বিজিবি কর্মকর্তারা । করোনাভাইরাস সংক্রামণ রোধে ঘরে থাকা এই সব পরিবারগুলোর মাঝে গত ৫ মে হতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ করা শুরু হয়।
শনিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ১৫টি বিওপি/পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় ১০০০ হতদরিদ্র বন্দর শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা।বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আগামীকাল রোববারও আরো ৫০০ দরিদ্র, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
অনুষ্ঠানে ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এই সময় বেনাপোল পৌর সভার পরিচ্চন্নতা ৫০ জন কর্মীকেও খাদ্য সহায়তা দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসআর