বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে কর্মহীন বেনাপোল স্থল বন্দর শ্রমিকদের মাঝে বঙ্গবন্ধু কন্যা,মানবতার নেত্রী, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি তার নিজস্ব অর্থায়নে বিপুল পরিমান খাদ্যসামগ্রী বিতরণ করেন। ইতিপূর্বে উপজেলার বিভিণ্ন গ্রামে ওয়ার্ডে একইভাবে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনকরা হয়।
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন প্রত্যেক শ্রমিকের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেন। কর্মহীন ১ হাজার ৪’শ জন শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি শ্রমিকদের বলেন, আর কয়েকটা দিন আপনারা ঘরে থাকুন সচেতন থাকুন আমি বা আমার নেতা কর্মিরা আপনার ঘরে খাবার পৌছে দিবে। আল্লাহুর উপর ভরসা রেখে সরকার যেভাবে সচেতন থাকতে বলেছেন সেভাবে কয়েকটা দিন থাকলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ মোঃ নুরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওহিদুজ্জামান অহিদ,শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও অন্যান্য নেতৃবৃন্দ ।আয়োজনে শার্শা উপজেলা আওয়ামীলীগ।
বাংলা৭১নিউজ/এমআর