বাংলা৭১নিউজ,(মংলা)প্রতিনিধি: অর্থ -বিত্তোশালীদের উদ্বুদ্ধ করতে মংলায় এগিয়ে এসেছেন মংলার মানবাধিকার কর্মীরা । করোনা বাইরাসের কারনে ঘরে বসে থাকা কর্মহীন মানুষকে সাহায্য করতে এই ব্যবস্থা । আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মংলা শাখার সভাপতি সুমী লীলা শুক্রবার মংলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও খেটে খাওয়া ৫শ পরিবারের মাঝে খাদ্র সামগ্রি বিতরন করেন ।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মংলা শাখার সভাপতি সুমী লীলা জানান, মংলাতে বহু অর্থশালী লোক রয়েছে । যারা আসহায় ও কর্মহীন মানুয়ের সাহায্যার্থে এগিয়ে আসছেন না । তাদের উদ্বুদ্ধ করতে আমার নিজ উদ্যোগে ৫শ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্র সামগ্রি বিতরন করেছি ।
সামনে দিন গুলোতে আরও খাদ্য সামগ্রি বিতরন করা হবে এই সকল মানুষের মাঝে। তিনি সকল অর্থশালী লোকদের এগিয়ে আসার আহব্বান জানান ।
বাংলা৭১নিউজ/এসএইচ