শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

কর্মক্ষেত্রে মন ভালো রাখতে হাউজপ্লান্ট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: অফিসে এলেই মনমেজাজ খিঁচড়ে যায়? বস বা কাজের চাপকে আসলে দোষ না দেয়াই উত্তম। কারণ, কাজ করাটাই আপনার কাজ। আর তা বের করে নেয়াটাই বসের কাজ। কাজ নিয়ে মন খারাপ করার চেয়ে বরং মেজাজ নিয়ে কিছু করা যাক। কখনো কখনো কর্মক্ষেত্রের পরিবেশে সামান্য পরিবর্তনই মনমেজাজের ওপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে।

উদাহরণ হিসেবে বলা যায়, কর্মক্ষেত্রে নিজস্ব ডেস্ক বা কিউবিকলটিকে ঘর থেকে নিয়ে আসা হাউজপ্লান্ট (ঘরে টবে রোপণ করা ছোট ছোট গাছ) দিয়ে সাজিয়ে তোলার কথা। ‘জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি: অ্যাপ্লায়েড’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা নিবন্ধে বলা হয়েছে, অফিসে কাজের জায়গাটিকে যদি একটু ছোটখাটো গাছপালা দিয়ে সাজিয়ে তোলা যায়, তাহলে একদিকে যেমন কর্মীর মনমেজাজ ভালো থাকে, তেমনি উৎপাদনশীলতাও বাড়ে। খবর হেলথ ২৪।

base_1516474515-zsd

অফিসের ন্যূনতম সাজসজ্জা ও পরিচ্ছন্ন তথা প্রায় শূন্য ডেস্কের চিরায়ত ধারণাটিকে চ্যালেঞ্জ করার মানসিকতা থেকে একদল ব্রিটিশ ও ডাচ গবেষক সম্প্রতি এ নিয়ে গবেষণায় উদ্যোগী হন। বড় বড় বাণিজ্যিক অফিসে এ নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও চালান তারা। অফিসে চিরাচরিত সাদামাটা পরিবেশের মুখোমুখি দাঁড় করিয়ে দেন সবুজ প্রাণবন্ত পরিবেশকে। গবেষণাটিকে সফলই বলা চলে। কারণ তারা দেখতে পেয়েছেন, অফিসে ছোট ছোট গাছের উপস্থিতি কর্মক্ষেত্রের পরিবেশকে করে তোলে আরো প্রাণবন্ত ও উৎপাদনশীল।

গবেষণায় উঠে আসা ফলটির সপক্ষে একটি যুক্তি হতে পারে, অফিসে পরিবেশের সবুজায়ন কর্মীদের তাদের কাজের সঙ্গে দৈহিক, মানসিক ও আত্মিকভাবে আরো সংযুক্ত করে তোলে।

base_1479220661-8

এছাড়া গাছের উপস্থিতির কিছু স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। কারণ এগুলো বাতাস পরিশোধনকারী হিসেবে কাজ করে। সে ক্ষেত্রে কাজের জায়গাটির বাতাসের মান রক্ষা ও সাধারণ দূষণ থেকে সুরক্ষা— দুটোই নিশ্চিত করে হাউজপ্লান্টের উপস্থিতি।

ডেস্কের ওপর মনমেজাজ ভালো করে তোলা একটি গাছের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে উজ্জ্বল-অনুজ্জ্বল কোনো ধরনের জানালার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। কারণ হাউজপ্লান্ট হিসেবে ব্যবহূত গাছগুলোর অনেক প্রজাতি আছে, যা স্বল্প আলোয় এবং স্বল্প প্রয়াসে বহাল-তবিয়তে টিকে থাকে।

বিশেষ করে পিস লিলি, ফার্ন বা কিছু পাম জাতীয় উদ্ভিদ এ ধরনের পরিবেশে বেশ ভালোভাবেই টিকে থাকতে পারে। আবার এমনো কিছু গাছ আছে, যেগুলোর আসলে মাটিরও দরকার হয় না (পেথেস প্লান্টস)। পানি ভর্তি টবে কিছু কলম করা অংশ এনে ছেড়ে দিলেই হলো।

বাংলা৭১নিউজ/এসকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com