বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের ধাক্কায় অর্থনৈতিক সংকটে পড়েছে দুনিয়া। এর ফলে তৈরি হতে চলেছে খাদ্য সংকট। রাষ্ট্রসংঘের হুঁশিয়ারি, বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ বেড়ে যেতে পারে।
জাতিসংঘের অধীনস্থ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, বিশ্বে খাদ্য সংকটের কারণে আগে থেকেই বিপদে সাড়ে ১৩ কোটি মানুষ। এবার করোনাভাইরাস হামলার মুখে পড়ছে আরও ১৩ কোটি মানুষ। বিশ্বজুড়ে মোট সাড়ে ২৬ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবেন।
৮০টির বেশি দেশে কম করেও ১০ কোটি মানুষের খাদ্য় জোগান দেয় ডব্লিউএফপি। সংস্থার প্রধান ও অর্থনীতিবিদ আরিফ হুসেন জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের জন্য করোনাভাইরাস খাদ্য সংকটের মতো বিপর্যয় টেনে আনছে।
গবেষণায় উঠে এসেছে, করোনা রুখতে লকডাউন চালানোয় বিভিন্ন দেশে বন্ধ ছোট মাঝারি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান। মানুষের আয় কমছে। রাজস্ব কম আসছে সরকারের কাছ। এর ফলে মানুষ হারাচ্ছে ক্রয় ক্ষমতা।বিশ্বজুড়ে এই বিপর্যয় সামাল দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডব্লিউএফপি জানাচ্ছে, খাদ্য সংকট রুখতে, ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। কিন্তু তাদের আশঙ্কা, করোনার ধাক্কায় যে সব দেশ বিপর্যস্ত, তাদের পক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কঠিন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজারের বেশি। ৬ লক্ষ ৯৫ হাজারের বেশি সুস্থ।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: ডব্লিউএফপি