বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ২৩ জন চিকিৎসকসহ ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তের তথ্য গোপন করে চিকিৎসা নেওয়া এক রোগী থেকে এই সংক্রমণ ঘটছে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের।
জানা গেছে, গত সপ্তাহের শনিবার হাসপাতালের সার্জারি বিভাগে একজন রোগী ভর্তি হন। জরুরি ওই রোগীর অস্ত্রোপচারে যারা যুক্ত ছিলেন, তারা সবাই করোনা আক্রান্ত হয়েছেন।
রবিবার মিটফোর্ডের ১৩ জন চিকিৎসক এবং সাতজন নার্সের করোনা শনাক্ত হয়। এর আগে গত বৃহস্পতিবার ১২ জন এবং শুক্রবার ১০ জনের করোনা ধরা পড়েছিল। তাদের মধ্যে সার্জারি ও গাইনি বিভাগের ১০ জন চিকিৎসক এবং আটজন নার্স ছিলেন।
হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল কাজী মো. রশিদ উন নবী জানান, মোট ৪২ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ২৩ জনই চিকিৎসক এবং একজন আনসার।
তিনি বলেন, ‘মূলত ওই রোগীর মিথ্যা তথ্যের কারণেই ডাক্তাররা বেশি আক্রান্ত হয়েছেন। এখন সেটা একজনের কাছ থেকে অন্যজনে ছড়াচ্ছে।’
সরকারি হিসাব অনুযায়ী, রবিবার নাগাদ দেশে ২ হাজার ৪৫৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯১ জন। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক ও নার্স রয়েছেন। ইতোমধ্যে করোনায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বাংলা৭১নিউজ/এফএস