বাংলা৭১নিউজ,ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন করোনাভাইরাস কোভডি -১৯’র মহামারির ফলে চলতি বছরে বিশ্ব বাণিজ্য ৩২ শতাংশ হ্রাস পেতে পারে। কোভিড-১৯’এর মহামারীকে এর আগে বিশ্ব-মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছ।
দুনিয়ার বাণিজ্য ক্ষেত্রে বিশ্ব-মহামারি মারাত্মক প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ডব্লিউটিও ।
কোভিড-১৯’ মহামারিতে স্বাভাবিক অর্থনৈতিক তৎপরতা এবং জীবনযাত্রা ব্যাহত হওয়ায় ২০২০ সালে বিশ্ব বাণিজ্য ১৩% থেকে ৩২% এর মধ্যে হ্রাস পাবে বলে আশংকা ব্যক্ত করা হয় এ প্রতিবেদনে।
প্রতিবেদনে ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো এ ভাবে বিশ্ব বাণিজ্য হ্রাস হওয়াকে জঘন্য হিসেবে উল্লেখ করেন। তবে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ব-মহামারি দ্রুত শেষ হলে আগামী বছর পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: পার্সটুডে