টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭৯টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৯৬ শতাংশ।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
তিনি জানান, জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৭৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২৩ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৬৬ জন।