বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম সাহাদত বরণকারী সাংবাদিক হুমায়ূন কবীর খোকন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
ঙ্গলবার রাত ১০ টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে সাংবাদিক হুমায়ূন কবীর ওই হাসপাতালে ভর্তি হন এবং প্রচুর শ্বাস-কষ্টের কারণে তাতে আইসিউ’তে নেওয়া হয়। সেখানেও তার অবস্থার অনবনি ঘটে এবং রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গোটা সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।
কর্মময় জীবনে হুমায়ূন কবীর খোকন বিভিন্ন দৈনিতে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্রঅব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি শোক জানিয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই