বাংলা৭১নিউজ,ডেস্ক: করোনাভাইরাসেমোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন যারা, সেই স্বাস্থ্যকর্মীদের প্রতি মানবসমাজের ঋণ অপূরণীয়।দূর্ভাগ্যবশত কোনও স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাসে মৃত্যু হলে, তাকে ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে। এমনকি তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণও দেবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘এই মুহূর্তে এক এক জন সৈনিকের মতোই লড়াই করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। একজন জওয়ান দেশের হয়ে লড়াই করতে গিয়ে শহিদ হলে দিল্লি সরকার তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। সেই একইভাবে কোনও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের মোকাবিলার সময়ে করোনাভাইরাস আক্রান্ত হলে এবং মৃত্যু হলে তাদেরও দেওয়া হবে শহিদের মর্যাদা। তাদের পরিবারের হাতে ১ কোটি টাকার ক্ষতিপূরণ তুলে দেবে আম আদমি পার্টি সরকার’।
শুধুমাত্র সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেই যে এমন নিয়ম তা নয়। সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী- উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, গত সপ্তাহে ভারত সরকার করোনাভাইরাস মোকাবিলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবন বিমা ঘোষণা করেছে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: জি নিউজ