করোনা মহামারির বিস্তার আবারও বেড়ে যাওয়ায় জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সরকার-বেসরকারি প্রতিষ্ঠানকে ৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনাসহ ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার (২৯ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়।
এর মধ্যে পাঁচটি নির্দেশনা যথাযথভাবে পালন করতে বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপণ জারি করেছে।
যে নির্দেশনা ব্যাংকগুলোকে পালন করতে হবে সেগুলো হলো-
১. সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে বলা হয়েছে। পাশাপাশি উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে/জন্মদিনসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।
২. বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করে করোনায় আক্রান্ত, করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে।
৩. করোনাভাইরাসে আক্রান্ত বা লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলা হয়েছে।
৪. সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।
৫. কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।
প্রজ্ঞাপণে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনবলের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। অর্থাৎ গ্রাহকসেবা বিঘ্নিত হবে না এমন জনবল নিশ্চিত করে কোনো কোনো ক্ষেত্রে হোম অফিসও আগের মতো করা যাবে। এর ফলে ব্যাংকগুলোর আর বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ কর্মী দিয়ে অফিস পরিচালনা করার প্রয়োজন পড়বে না।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকের করণীয় বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, নির্দেশনা আগামী দুই সপ্তাহ বহাল থাকবে। প্রজ্ঞাপনে কার্যালয়ে প্রবেশ ও অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কয়েকটি ব্যাংকে কথা বলে জানা গেছে তারা তাদের শাখাগুলোতে করোনার বিস্তাররোধে নানা উদ্যোগ নিয়েছে। স্যানিটাইজার, জীবানুনাশক ও মাস্ক ব্যবহারের বিষয়ে জোর দিয়েছে। হোম অফিসেও আছেন কোনো কোনো কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সারাদেশে তাদের ব্যাংকের এখন পর্যন্ত ৭৭ জন করোনা আক্রান্ত আছেন।
বাংলা৭১নিউজ/আরকে