চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।
আব্দুর রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে নির্ধারিত সময় শিক্ষকতা শেষে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান। গণিতের ওপর তার লেখা কয়েকটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, “বিশ্ববিদ্যালয়ে উনার অবদান অপরিসীম।”
উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/এমকে