করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসটিতে ৭১ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৫৩টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
নতুন মৃত দু’জনই নারী। তারা রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এসএইচবি