বাংলা৭১নিউজ,ডেস্ক: নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল আরও পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় ১৩৯ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেল।সবশেষ মারা যাওয়া পাঁচ প্রবাসী হলেন—বশির আহমদ, হুমায়ুনুল আহমদ, তাহেরা আক্তার জাহান, বুলবুল আহমদ ও জামাল উদ্দিন।নিউইয়র্কে করোনার সংক্রমণ থামেনি। তবে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। নগরীতে টেস্টিং সুবিধা এখনো প্রতুল।
কর্তৃপক্ষ বলেছে, নিউইয়র্কের সবাইকে মুখ আবৃত্ত করে চলাচল করতে হবে। নগরীর কেউ অভুক্ত থাকবে না। ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।
অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কুমো ১৫ এপ্রিল নির্দেশনা জারি করে বলেছেন, যেখানে সামাজিক বিচ্ছিন্নতা মেনে চলা সম্ভব নয়, সেখানে অবশ্যই মুখ আবৃত্ত করে রাখতে হবে। জনসমক্ষে যাওয়ার জন্য মুখে মাস্ক বা কাপড় দিয়ে আবৃত্ত করতে হবে। ১৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া আইনে নিউইয়র্কের বাসে-ট্রেনে চলাচল করার জন্য অবশ্যই মাস্ক পরতে বা মুখ আবৃত্ত করে রাখতে হবে।
নিউইয়র্ক নগরীতে ১৭০ মিলিয়ন ডলারের জরুরি অর্থ তহবিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫০ মিলিয়ন ডলারের জরুরি খাদ্য তহবিলের বরাদ্দ রয়েছে।
মেয়র ডি ব্লাজিও বলেছেন, নগরীর যেকোনো প্রান্ত থেকে ৩১১ নম্বরে ফোন করলেই ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হবে। ঘরে খাবার দেওয়ার জন্য নগরী কাউকে বৈধ, অবৈধ—এসব প্রশ্ন করবে না। ফলে নিউইয়র্ক নগরীর যেকেউ এ খাদ্য সুবিধা নিতে পারবে।আগে থেকেই নিউইয়র্কে ১২ লাখ মানুষকে নগরী থেকে খাদ্যসুবিধা দেওয়া হচ্ছে। এ সংখ্যা এখন করোনাভাইরাসের কারণে বেড়ে গেছে।
মেয়র জানিয়েছেন, নগরীতে যেকোনো সময় ১৮ লাখ মানুষকে দেওয়া যাবে—এ পরিমাণ খাবার প্রস্তুত রাখা হচ্ছে। নিউইয়র্কে ১১ হাজার ট্যাক্সিচালক, উবার চালক এ খাবার পৌঁছে দিতে এগিয়ে এসেছেন।
মেয়র ডি ব্লাজিও জানিয়েছে, নগরীতে ২ লাখ ৪০ হাজার মাস্ক এখন সপ্তাহে উৎপন্ন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এপ্রিলের মধ্যে এই উৎপাদন দ্বিগুণ করার চেষ্টা চলছে। সপ্তাহে নগরীতে ৩০ হাজার সার্জিক্যাল গাউন এখন সরবরাহ হচ্ছে। অচিরেই তা আড়াই লাখে পৌঁছাবে বলে মেয়র জানান।
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২১ লাখ ছুঁইছুঁই। মারা গেছে ১ লাখ ৩৬ হাজার। আর সুস্থ হয়েছে ৫ লাখ ১০ হাজার জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রায় সাড়ে ৬ লাখ মানুষ। মারা গেছে প্রায় ৩০ হাজার মানুষ। সুস্থ হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
বাংলা৭১নিউজ/এবি