বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। এসময়ে ৬৫ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৫৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭৯ হাজার ৯১৮ জন। এসময়ে শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৮৬১ জনে দাঁড়িয়েছে।
রোববার (২১ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায়। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৪৭৭ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৬৭০ জন।
একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৩৩৬ জন এবং মারা গেছেন ৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৩৪০ জন।
ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় ৬৭২ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ৬৮ লাখ ১ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৬৭১ জন।
মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ১১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৬ লাখ ১০ হাজার ১৭৯ জন এবং মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৬৬ জন।
বাংলা৭১নিউজ/এসএইচ