করোনায় অনেক ক্ষতি হলেও দেশের ডিজিটাল মার্কেটিংয়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বেড়েছে এবং তারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে করোনার ক্ষতি মোকাবিলা করছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্যে সক্ষমতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তার স্বীকৃতি হিসেবে এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ সনদ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এবার এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ পুরস্কার পেয়েছেন ২৯ জন।
প্রাথমিক পর্বে দেশের ৯টি শিল্প, ব্যাংক, বাণিজ্যিক সংগঠন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্য থেকে ২৯ জনকে সনদপত্র দেয়া হয়। দি ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন, ট্রেড ফ্যাসিলিটেশন অফিস কানাডা ও বিজনেস প্রমোশন কাউন্সিল, এই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদপত্র দেওয়ার ব্যবস্থা করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট, গবেষক, ব্যবস্থাপক, উপপরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা প্রশংসাপত্র গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, বিজনেস প্রমোশন কাউন্সিল, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এসএমই ফাউন্ডেশন, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ওমেন এন্টারপ্রেনার নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ব্যবসা উন্নয়নে ভূমিকার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন আগ্রহীর মধ্যে ৩২ জনকে অনলাইন প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। এ বছরের জুলাই মাসে শুরু হয়ে প্রশিক্ষণ শেষ হয় অক্টোবরে। পরে মানদণ্ডের ভিত্তিতে ৯টি প্রতিষ্ঠানের ২৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত এই প্রশিক্ষকরা ভবিষ্যতে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশে সব ধরনের পরামর্শ দেবেন।
বাংলা৭১নিউজ/এএম