রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

করোনায় আরও ১৯৬ মৃত্যু, শনাক্ত ৫৪ হাজার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৪০১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ৫২৫ জন। আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৪২৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৭৫০ জন। রোববার (২৬ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ৪৪ জনের মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে একই সময়ে শনাক্ত হয়েছেন আট হাজার ২৮৬ জন। এ নিয়ে এশিয়ার এ দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৪৬১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৭৩ হাজার ৭২৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৭ লাখ ১৪ হাজার ৮৮১ জন।

দৈনিক মৃত্যুর হিসাবে জাপানের পরই রাশিয়ার অবস্থান। দেশটিতে একদিনে মারা গেছেন ৩৭ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি ১২ হাজার ৩৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়ালো দুই কোটি ২৫ লাখ ৭৫ হাজার ২৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৭ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ১৯ লাখ ২৮ হাজার ৩৯৪ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে তাইওয়ান। দেশটিতে একদিনে মারা গেছেন ২৫ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৩৯ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৯৫৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ৮৬ হাজার ১০৬ জন।

jagonews24

করোনায় ক্ষতিগ্রস্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৩৩ জন রোগী এবং মারা গেছেন সাতজন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে হলো ১০ কোটি ৬০ লাখ ৯০ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫৩ হাজার ৫৮৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫২৪ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ছয়জন । এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো তিন কোটি সাত লাখ ৫৯ হাজার ৮৯৫ জনে এবং মৃত বেড়ে হলো ৩৪ হাজার ২১৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৪৭ হাজার ২৮৮ জন।

পোল্যান্ডে একদিনে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৫৯ জন এবং মারা গেছেণ ১৩ জন। ইন্দোনেশিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। ফ্রান্সে একদিনে নতুন রোগী শনাক্তের সংখ্যা আট হাজার ৪৩৫ জন। চিলিতে শনাক্ত হয়েছেণ তিন হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

এছাড়া পেরুতে তিনজন, ফিলিপাইনে ছয়জন, ডেনমার্কে আটজন, সার্বিয়ায় আটজন, স্লোভাকিয়ায় দুজন, লিথুনিয়ায় দুজন, বুলগেরিয়ায় দুজন, আজারবাইজানে সাতজন, সৌদি আরবে একজন, মন্টিনিগ্রোতে একজন এবং অস্ট্রিয়ায় একজনের মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com