বাংলা৭১নিউজ,ঢাকা: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট মনজুর রশিদ চৌধুরী মারা গেছেন।
মঙ্গলবার সকালে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আমানুর রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনজুর রশিদ ঢাকা মেডিকেল থেকে ২০১৭ সনে অবসরে যান। বর্তমানে আনোয়ার খানে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক আমানুর বলেন, করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই ভর্তি ছিলেন ডা মনজুর রশিদ। ভেন্টিলেটরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
করোনা চিকিৎসায় ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসক ও নার্সদের কয়েকজন এতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাংলা৭১নিউজ/জেআই