দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ জনের দেহে। শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪টি নমুনা সংগ্রহ এবং ১ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৮ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
বাংলা৭১নিউজ/এসএইচ